লাকসামের মনপাল গ্রামে জমি নিয়ে বিরোধে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল মোল্লা বাড়িতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মনপাল মোল্লা বাড়ির লেয়াকত আলীর পরিবার ও রবিউল হোসেনের পরিবারের মধ্যে দুটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কৃষি মৌসুম শুরু হওয়ায় ধান রোপণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

আজ (ঘটনার দিন) সকালে এক পক্ষ জমি চাষ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রবাস ফেরত ইব্রাহিম মোল্লা, শাহীন মোল্লা ও আনোয়ার মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এদিকে, জানা গেছে ঘটনার সময় রবিউল মোল্লা বাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে বাড়ির বাইরে অবস্থান করছেন। তবে স্থানীয়দের অভিযোগ, তার পক্ষ হয়ে আনোয়ার মোল্লা, শাহীন মোল্লা ও আলমগীর মোল্লা মারামারি ও জমি দখলের চেষ্টা চালান।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

দুঃখজনক হলেও সত্য, এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর অবস্থান বা স্থায়ী মীমাংসার উদ্যোগ দেখা যায়নি। ফলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

 

Leave a Reply