লাকসামে দাড়িপাল্লা মার্কার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একে এম সরওয়ার সিদ্দিকী–এর দাড়িপাল্লা মার্কার পক্ষে প্রচারণার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(ঙ) অনুসারে নির্বাচনী ফেস্টুন শুধুমাত্র সাদা ও কালো রঙের হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট প্রার্থীর সমর্থকরা রঙিন ফেস্টুন টাঙিয়ে দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আচরণবিধি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অসাবধানতাবশত এই ভুলটি ঘটে। বিষয়টি নজরে আসার পর লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করেন। পরে তাৎক্ষণিকভাবে উক্ত রঙিন ফেস্টুন খুলে ফেলা হয়।

এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারা অনুযায়ী সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে সহযোগিতা করার আইনগত বাধ্যবাধকতার বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা হয়। সরকারি কাজে সহযোগিতা ও ভুল স্বীকার করায় তাকে সতর্ক করে অপরাধ ক্ষমা করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে প্রচারণা চালানোর জন্য আহ্বান জানিয়েছে। অন্যথায় ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply