লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহ এমরান, লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম প্রেসক্লাব আয়োজিত ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গাজীমুড়া আল আমিন স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৮-৭ গোলে নোয়াখালীর সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতির সৌরভ হোসেন । টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হন, বরুড়া বর্ণমালা ফুটবল একাডেমির মাহফুজুর রহমান।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ।
বিশেষ অতিথি ছিলেন, লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস-চেয়ারম্যান মীর মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক,লাকসাম পৌরসভা যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়ামোদী ইসমাইল হোসেন, লাকসাম প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক আবুল হোসেন বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ,শাহ এমরান সহ মনোহরগঞ্জ, ও চৌদ্দগ্রাম, প্রেসক্লাবের সদস্যবৃন্দ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, আরিফুর রহমান। সহকারী লাইন্সম্যান হিসেবে ছিলেন, মিজানুর রহমান ও আব্দুল হান্নান। ম্যাচ কমিশনার ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ধারা ভাষ্যকার ছিলেন, মোশারফ হোসেন ফারুক। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।সেখান থেকে চ্যাম্পিয়ন গাজীমুড়া আল আমিন স্পোর্টিং ক্লাব।
রানার্স আপ সোনাইমুড়ী খেলোয়াড় কল্যান সমিতি

লাকসামে ভাষা সৈনিক আব্দুল জলিল ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দিনে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং আইন শৃঙ্খলা বাহিনীর লাকসাম থানা পুলিশ উপস্থিত ছিলেন। টান টান উত্তেজনায় খেলাটি প্রথমে ১-১ ড্র হয়। তারপরে ট্রাইব্রেকারের তৃতীয় ধাপে চ্যাম্পিয়ন হয় লাকসাম গাজীমূড়া আল আমিন স্পোর্টিং ক্লাবে।

সংবাদ প্রেরক-
শাহ এমরান

Leave a Reply