লাকসাম গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ০৭ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা মোঃ আবুল কালাম।

তার বক্তব্যে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন করতে বিএনপি বদ্ধপরিকর। এই নির্বাচনে আপনাদের একটি ভোটই পরিবর্তনের পথ তৈরি করবে।” তিনি আরও বলেন, “লাকসাম–মনোহরগঞ্জের মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অবকাঠামোকে আধুনিকায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ এলাকা গড়ে তোলাই আমার লক্ষ্য।”

দেশের সাধারণ গরিব মানুষের জন্য ফ্যামিলি কার্ড করা হবে।  আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে, যাতে প্রকৃত দরিদ্র পরিবারগুলো ন্যায্য সুবিধা পেতে পারে।”

সমাবেশে মহিলা নেত্রীবৃন্দসহ উপস্থিত অন্যান্য বক্তারাও গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান তুলে ধরেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

স্থানীয় নারী ভোটারদের অংশগ্রহণে সমাবেশটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা নারীর নিরাপত্তা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply