লাকসাম থানায় ওপেন হাউজ ডে ও আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

পুলিশেই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ লাকসাম থানায় ওপেন হাউজ ডে ও আসন্ন শারদীয় দূর্গোৎসব আয়োজনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের লাকসাম থানার অফিসার ইনচার্জ জনাবা নাজনীন সুলতানা, এবং লাকসাম থানার ওসি তদন্ত জনাব আরিফুর রহমান, ও লাকসাম থানার এসআই হারুন রশীদ সহ লাকসাম থানার সকল কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাকসাম উপজেলার সাধারণ সম্পাদক জনাব আবদুর রহমান বাদল সাহেব, আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব শাহ আলম, ও লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব জনাব বিশ্বতম সাহা বিশু আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

পরে ওপেন হাউজ ডে বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত জনতা বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার মধ্য থেকে কিভাবে তরুণ প্রজন্মকে রক্ষা করা যায় সে বিষয় তুলে ধরেন এবং পুলিশের সেবা নিতে এসে কোন হয়রানির শিকার কিংবা কোন মামলা বা সাধারণ ডায়েরি করতে আসা কোন সাধারণ নাগরিককে হয়রানির শিকার হতে না হয়।

ওপেন হাউজ ডে হলো বাংলাদেশ পুলিশের একটি উদ্যোগ, যার মাধ্যমে সাধারণ মানুষ থানা বা পুলিশ কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, নিজেদের মতামত জানাতে পারে এবং পুলিশি সেবা সম্পর্কে জানতে পারে। ২০০৭ সালে চালু হওয়া এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং অপরাধ নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা। এটি একটি নৈমিত্তিক সামাজিক অনুষ্ঠান, যেখানে মানুষ তাদের সমস্যা জানাতে এবং পুলিশি সেবা ও অপরাধ নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারে।

ওপেন হাউজ ডে এর উদ্দেশ্য
জনগণের অংশগ্রহণ বৃদ্ধি ও এলাকার মানুষের সাথে এক হয়ে কাজ করার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ বাড়ানো।

জবাবদিহিতা নিশ্চিত করণ পুলিশের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের মতামত গ্রহণ করা।
পুলিশি সেবা সহজলভ্য করা ও জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং তাদের সমস্যাগুলো সরাসরি জানা ও সমাধান করা।
আগের ওপেন হাউজ ডে-তে উত্থাপিত সমস্যাগুলো সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরা।
এটি কীভাবে কাজ করে?
সরাসরি যোগাযোগ
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জনগণ সরাসরি থানার কর্মকর্তাদের সাথে কথা বলতে পারেন।
এটি একটি অনানুষ্ঠানিক অনুষ্ঠান, যেখানে জনগণ নিজেদের সুবিধা-অসুবিধা ও মতামত প্রকাশ করতে পারেন।
কমিউনিটি পুলিশিং জোরদার করা এই আয়োজনের মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা হয়।

পরে আমন্ত্রিত অতিথির মধ্য থেকে বক্তব্য প্রধান করেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবদুর রহমান বাদল সাহেব তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন মাদক চোরাচালান, কিশোর গ্যাংয়ের উৎপাত ও অনলাইন জুয়ার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করুন। কারণ মাদকাসক্ত একজনের কারণে একটি পরিবার একটি সমাজ ধ্বংসের দিকে চলে যায়। এ ব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না সে যেই কোন দলের ও মতের সাথেই জড়িত থাকুক না কেন। একজন জুয়াড়ির কারণে একটি পরিবার পথে নামতে হয় কারণ হয় সে পরিবারকে শেষ করবে না হয় সে জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে চুরি ডাকাতির মত জঘন্য অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে।

পরে সকলের অভিযোগ শেষ হলে লাকসাম থানার অফিসার ইনচার্জ জনাবা নাজনীন সুলতানা সকল প্রশ্নের উত্তর দেন এবং সকলের সহযোগিতা চান। তিনি আরও বলেন আমরা সবাই যেখানেই কোন অপরাধ মুলক কাজ দেখি না কেন, সাথে সাথে প্রতিবাদ করি এবং থানাকে অবহিত করি একজন অপরাধীর কারণে আরও দশজন অপরাধের সাথে জড়িত হয়।
পরে আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।

Leave a Reply