লাকসাম পাশাপুর আবুল কালাম হাই স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লাকসাম উপজেলা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম পাশাপুরে অবস্থিত আবুল কালাম হাই স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম সাহেব। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, চরিত্র গঠন এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাদের উৎকর্ষতায় প্রতিষ্ঠান সবসময় কাজ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের লজিস্টিক এন্ড প্রটোকল কমিটির পরিচালক ও চেয়ারম্যান জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন ও লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, নিয়মিত চর্চা ও আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে তিনি ক্রীড়া ও শৃঙ্খলার ভূমিকা সম্পর্কেও আলোচনা করেন।

সভায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারীন শফি, দায়িত্বপ্রাপ্ত চেয়ারপার্সন, আবুল কালাম হাই স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট। তিনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

মতবিনিময় সভায় শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাফল্য, সমস্যাবলি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা, আকাঙ্ক্ষা ও প্রশ্ন তুলে ধরে অতিথিদের সাথে সরাসরি আলোচনা করার সুযোগ পায়।

সভা শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply