

লাকসাম (কুমিল্লা): বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লাকসাম পৌরসভা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা, নারী উদ্যোক্তা ও সংগঠক সাইকা মাকসুদ।
ব্যাক্তিগত জীবনে সাইকা মাকসুদ তিন সন্তানের জননী। তাঁর স্বামী ক্যাপটেন সফিকুল আলম বাহার সৌদি আরবে কর্মরত আছেন। সাইকা মাকসুদ দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সাংগঠনিক দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের কারণে তিনি ধীরে ধীরে নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন।
কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর সাইকা মাকসুদ বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
“আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে কাজ করে যেতে চাই। লাকসাম পৌরসভার প্রতিটি নেতাকর্মী আমার শক্তি— আমরা সবাই মিলে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করব।”
তিনি আরও জানান, নারী রাজনীতিকে এগিয়ে নিতে এবং বিএনপির তৃণমূল সংগঠনকে পুনরুজ্জীবিত করতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন।
এদিকে সাইকা মাকসুদ সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দনের ঢল নেমে আসে।
নেতাকর্মীদের প্রত্যাশা— নতুন নেতৃত্বে লাকসাম পৌর বিএনপি মহিলা দল আরও সংগঠিত ও গতিশীল হয়ে উঠবে, যা ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।