

কুমিল্লা প্রতিনিধি :
আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি, মিথ্যা মামলা ও ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, চক্রটি বিভিন্ন আমলযোগ্য মামলার আসামি ও অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ছদ্মবেশে সক্রিয় থেকে আদালতের তথ্য পাচার করে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি “মওদুদ” নাম ব্যবহার করে তদন্ত ও সমনবিহীন ভুয়া মামলার ওয়ারেন্ট প্রদর্শন করে সাদা কাগজে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে। এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আইনি জটিলতায় ফেলে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
এ ঘটনায় পেশাজীবী ও মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র প্রয়োজনীয় প্রমাণ ও সংযুক্তিসহ কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি সদর মডেল থানার অফিসার ইনচার্জ, সেকেন্ড অফিসার (অপারেশন) ও তদন্তকারী কর্মকর্তা বিষয়টি সরেজমিন তদন্ত করেন। তদন্তকালে ডকুমেন্ট, বালাম বহি ও অন্যান্য কাগজপত্র যাচাই করে দেখা যায়— “মওদুদ” নামটি বাস্তব হলেও প্রদর্শিত অভিযোগ, কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতির মাধ্যমে তৈরি।
পরবর্তীতে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, তথ্য বিভ্রান্তি ও আইনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানায় একটি অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডি নম্বর : ১৮৮৫, তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬।
অন্যদিকে, সংশ্লিষ্ট আসামি ও তাদের অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এ দায়েরকৃত জি আর মামলা নং ৪১/৮৫০ (তারিখ: ১৪.১১.২০২৪) এবং জি আর মামলা নং ৫১/৮১২ (তারিখ: ১৬.১০.২০২৫) এর প্রেক্ষিতে আদালত একাধিক আদেশ প্রদান করেন। এসব আদেশের ভিত্তিতে মামলার বিরোধিতাকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে চূড়ান্ত লিগ্যাল নোটিশ জারি করা হয়।
স্মারক নম্বর : জ/আ/গণ/বি/২য়/২৬, তারিখ : ০১.০১.২০২৬।
উক্ত লিগ্যাল নোটিশ দুটি জাতীয় দৈনিক এবং তিনটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। নোটিশ প্রকাশের পর আসামিপক্ষ পরিকল্পিতভাবে মামলার গতিপথ পরিবর্তনের উদ্দেশ্যে পাল্টা মিথ্যা, ভুয়া ও বানোয়াট মামলার গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের বিরুদ্ধে জারি করে বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগীর প্রাণনাশের চেষ্টাও চালানো হয়, যা ব্যর্থ হলে আদালতের আদেশ অমান্য করে মামলার তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করা হয়।
পরবর্তীতে বিজ্ঞ আদালতে কুমিল্লা কোতোয়ালি থানার জিডি, জেলা প্রশাসকের বরাবরে দাখিলকৃত অভিযোগ ও সংশ্লিষ্ট প্রমাণাদি উপস্থাপন করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নতুনভাবে অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ডের নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশের গোয়েন্দা সংস্থাকে অপরাধী চক্র, তাদের সহযোগী ও ইন্ধনদাতাদের শনাক্ত করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
মামলার স্মারক নম্বর : ১৬৬/২৬, তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬।
