৫নং ওয়ার্ড এর সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থী ফারহা এমদাদ ইম্পার উঠান বৈঠক

তৌহিদ খন্দকার তপু।।   কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ড এর সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থী ফারহা এমদাদ ইম্পার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৫নং ওয়ার্ড এর পানপট্টি এলাকায়  উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী ও কুমিল্লা ৬নং আসনের সম্ভাব্য পার্থী নাবিদ নওরোজ শাহ,,কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক ফজলে এলাহী রুবেল,,  মহানগর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী,, জায়েদ,, সদস্য জুয়েল ও অনন্যা ও অন্যান্য সদস্যরা। বৈঠকে নারী ভোটারদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।  আলোচনা শেষে অতিথিরা সাধারণ মানুষের সমস্যার কথা শুনেন ও সমাধান করার আশ্বাস দেন।

Leave a Reply