কুমিল্লায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রস্তুতি সভায় বিএনপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এই কর্মসূচিকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় শৃঙ্খলা বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

নেতারা আশা প্রকাশ করেন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে তারেক রহমানের আগমন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।

Leave a Reply