
মাটি কাটার প্রতিবাদ করে প্রসংশায় ভাসছেন রাহুল চেয়ারম্যান। গত মঙ্গলবার রাতে পাঁচথুবী ইউনিয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল নিজে সশরীরে গোমতী পাড়ের মাটিকাটার প্রতিবাদ জানায় ও একটি ট্রাক আটক করে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর প্রসংশায় ভাসছেন রাহুল।
আজ পাচথুবী ইউনিয়ন এর এলাকার মানুষদের সাথে কথা বলে জানা যায়, মাটি খেকোদের উৎপাত দিন দিন বাড়ছে। রাত হলেই ট্রাকের শব্দে ঘুমাতে পারেন না অনেকেই। এছাড়া মাটিকাটার ফলে বর্ষা আসলে আতঙ্কে দিন কাটে গোমতী পাড়ের বাসিন্দাদের। চেয়ারম্যান রাহুল এই অন্যায়ের বিরোধিতা করায় স্বস্তি ফিরেছে জনমনে।
চেয়ারম্যান রাহুল জানায়, আমি মানুষের সেবক। গোমতী পাড়ের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে এজন্য আমার এই প্রচেষ্টা, যা অব্যাহত থাকবে।
এবিষয়ে কুমিল্লা সদর উপজেলা ইউএনও এর কাছে জানতে চাইলে তিনি জানায়, ভিডিওটা আমার চোখে পরেনি তবে যা শুনেছি তা প্রশংসনীয়।
