
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী তৎপরতা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার, সড়ক ও জনবহুল এলাকায় প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে গণসংযোগ করছেন। প্রচারণায় ভোটারদের মাঝে উন্নয়ন, শান্তি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। পোস্টার, লিফলেট, মাইকিং ও সরাসরি জনসংযোগে সরগরম হয়ে উঠেছে পুরো আসন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীসহ পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মাঠে দায়িত্ব পালন করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে তারা আশাবাদী। ভোটারদের প্রত্যাশা, তারা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং জনগণের রায়ে নির্বাচিত হয় আগামী দিনের জনপ্রতিনিধি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

