

তৌহিদ খন্দকার তপু।। মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড কুমিল্লার উদ্যোগে হোটেল গ্র্যান্ড দেশপ্রিয় তে ইন্টারন্যাশনাল কার্ডিয়লজি বিষয়ে এক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বের রাত ৯ টায় সভা আরম্ভ হয় ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। মডার্ন হসপিটালে সম্পাদিত হৃদরোগীদের হার্টে রিং পরানো সংক্রান্ত বিষয়ে সচিত্র কেইস উপস্থাপন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের শিশু হৃদরোগ বিষয়ের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুল্লাহ শাহরিয়ার, বিশিষ্ট ইন্টারভ্যানশনাল কার্ডিওলজিস্ট ডা. এস চক্রবর্তী, ডা. গোলাম মোস্তফা, ডা. কাজী ফাহিম মাহমুদ। প্রশ্ন-উত্তর পর্বে সেমিনারে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎকদের প্রশ্নের জবাব দেন প্রফেসর ডা. মাহাবুবুল ইসলাম মজুমদার, প্রফেসর ডা. আব্দুল্লাহ শাহরিয়ার, প্রফেসর ডা. মোহাম্মদ আবুল বাশার, ডা. এস চক্রবর্তী, ডা. গোলাম মোস্তফা। কুমিল্লা মর্ডান হসপিটালের কার্ডিয়াক সেন্টারে প্রতিদিনই স্বনামধন্য ইন্টারভেনশনাল কার্ডিয়লজিস্ট গণের মাধ্যমে হার্টের রিং পড়ানো সহ হৃদরোগের জরুরী চিকিৎসা প্রদান করা হচ্ছে। সাইন্টিফিক সেমিনার পরিচালনা করেন ডাক্তার মোঃ সাজেদুর রহমান। সাইন্টিফিক পার্টনার স্কয়ার ফার্মাসিটিক্যাল পিএলসি। সেমিনারে কুমিল্লার বিপুল সংখ্যক স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগন অংশগ্রহণ করেন।