কুমিল্লা সিটির গুরুত্বপূর্ণ সড়ক দখলের অভিযোগে নগরবাসীর ক্ষোভ।

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সিটির অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক—সিটি করপোরেশনের সামনের রাস্তা ও কেন্দ্রীয় কারা সংলগ্ন এলাকায় রাস্তা সংকুচিত করে সীমানা নির্মাণ কাজ শুরু করায় নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় সবুজ ফুলের বাগান ও উন্মুক্ত স্থান ছিল, যা নগরীর সৌন্দর্য ও যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অথচ সম্প্রতি কারা কর্তৃপক্ষ ওই জায়গা নিজেদের মালিকানাধীন দাবি করে সড়ক সংকুচিত করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছে।

নগরবাসীরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যানজট নিরসনের জন্য বাড়িঘর ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়। কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র দেখা যাচ্ছে—গুরুত্বপূর্ণ সড়ক দখল করে তা আরও সংকুচিত করা হচ্ছে। এতে যানজট বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও চরমে পৌঁছাবে।

অভিযোগ রয়েছে, কুমিল্লা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই এ ধরনের জোরজবরদস্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রায় এক বছর আগে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি খাল দখল করে সেখানে বড় বড় ভবন নির্মাণ করা হয় বলেও দাবি করেন স্থানীয়রা।

নগরবাসীর আশঙ্কা, এবার কুমিল্লা শহরের সবচেয়ে সুন্দর ও ব্যস্ত সড়ক দখলের মাধ্যমে নগর পরিকল্পনার মারাত্মক ক্ষতি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কুমিল্লাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—জনস্বার্থবিরোধী এ ধরনের দখলদারিত্ব তারা কখনোই মেনে নেবে না এবং প্রয়োজনে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামবে।

Leave a Reply