কুমিল্লায় সাংবাদিক ও সাবেক পৌর কমিশনার হাসিনা ওহাবের ইন্তেকাল।

 

কুমিল্লা প্রতিনিধি:

দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক ও কুমিল্লা পৌরসভার সাবেক কমিশনার হাসিনা ওহাব আর নেই। তিনি আজ রবিবার কিছুক্ষণ আগে কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমা হাসিনা ওহাবের নামাজে জানাজা আজ দুপুর ২টায় কুমিল্লার বাগিচাগাঁও জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

হাসিনা ওহাব ছিলেন একজন সাহসী কলমযোদ্ধা, দায়িত্বশীল জনপ্রতিনিধি ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ। সাংবাদিকতা পেশায় তিনি সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দৈনিক রূপসী বাংলা পত্রিকার মাধ্যমে তিনি কুমিল্লার মানুষের অধিকার, সামাজিক অসংগতি ও সত্যের পক্ষে দীর্ঘদিন সোচ্চার ভূমিকা পালন করেন।

এছাড়া জনপ্রতিনিধি হিসেবে কুমিল্লা পৌরসভার সাবেক কমিশনার থাকাকালে তিনি নাগরিক সেবা, নারী অধিকার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply