কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসারকে ষড়যন্ত্র করে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লাকসামের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে লাকসাম উপজেলা ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে লাকসাম উপজেলা সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ ছাড়া ছাত্র-জনতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাকসাম বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা পরিষদের সমাবেশে যোগ দেয়।

এ সময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বহু সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, লাকসামের ইতিহাসে এর আগে এমন জনবান্ধব ইউএনও আসেননি। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বদলি ষড়যন্ত্রমূলক এবং অযৌক্তিক।

তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবৈধ সরকারি উদ্ধার করেন। যাতে নেতৃত্বে ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ।
সেই সুত্রের জেরেই এমন বদলি মনে করছে স্থানীয়রা। সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ দখলকৃত জায়গায় উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময় শক্ত অবস্থান নিতে হয়। এবং বিভিন্ন সময় বাজারে ভেজালের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করতে হয়েছে। এক কথায় বলতে গেলে ইউএনও কাউছার হামিদ ছিলেন অপরাধীদের জন্য এক মুর্তমান আতংক যেখানেই যেতেন সেখানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন যার ভয়ে অপরাধীরা থরথর করে কাপতো। সম্প্রতি লাকসাম পৌরসভার ধোঁপা পুকুর ভরাট করতে গিয়ে ইউএনও এর বাধাগ্রস্থ হয়েছিলেন দখলদাররা। এবং ঐতিহাসিক নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানীর বাসভবনের জমি দখল করে দেওয়াল নির্মাণ করার সময় বাধা প্রধান করেন লাকসাম উপজেলা প্রশাসন। ফলে এ কাজ গুলোই কাল হয়ে দাড়ালো বলে মনে করছে সাধারণ নাগরিকরা, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ একদিন এসব দখলদারদের বিরুদ্ধে হুংকার দিয়ে বলেছিলেন আমি যতদিন এই লাকসামে আছি কেউ অবৈধভাবে কোন জমি দখল বা জমির শ্রেণী পরিবর্তন করতে দিবো না।

Leave a Reply