লাকসামে কয়েকটি সরকারি দপ্তরের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরাসরি প্রচারণার অভিযোগ।

লাকসাম (কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় চলমান ‘হ্যাঁ–না’ ভোটকে কেন্দ্র করে একাধিক সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লাকসামে মৎস্য অফিস, শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ অফিস, রূপালী ব্যাংকসহ আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চাইছেন। কোথাও দাপ্তরিক আলাপচারিতায়, কোথাও জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নির্দিষ্ট ভোটের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন নাগরিকদের আশঙ্কা, সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা যদি সরাসরি কোনো একটি পক্ষের পক্ষে ভোট চান, তাহলে নির্বাচনী দায়িত্ব পালনের সময় তারা পক্ষপাতমূলক আচরণ করতে পারেন। এতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীরা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নিরপেক্ষ থাকার সাংবিধানিক ও নৈতিক দায়িত্বে আবদ্ধ। তাদের কাজ হলো ভোটারদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখা। কোনো একটি পক্ষের পক্ষে সরাসরি প্রচারণা চালানো হলে সেই নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় এবং ভোটের ফলাফল নিয়েও বিতর্কের সম্ভাবনা তৈরি হয়।

এদিকে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—যদি সরকারি প্রতিষ্ঠানগুলো আগেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তাহলে ‘হ্যাঁ–না’ ভোট আয়োজনের উদ্দেশ্য কী? এতে ভোটারদের স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন তারা।

লাকসামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরাসরি প্রচারণার অভিযোগ সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। প্রশাসন ও সরকারি দপ্তরগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করতে দ্রুত বিষয়টি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply