হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু।

 

কুমিল্লা প্রতিনিধি:
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি, মিথ্যা মামলা ও ভুয়া ওয়ারেন্ট তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, চক্রটি আদালত ও আইন প্রশাসনের তথ্য অপব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে পরিকল্পিতভাবে হয়রানি চালিয়ে আসছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, চক্রটি “মওদুদ” নাম ব্যবহার করে কোনো ধরনের তদন্ত বা সমন ছাড়াই ভুয়া মামলার ওয়ারেন্ট দেখিয়ে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়। সাদা কাগজে তৈরি এসব ভুয়া কাগজপত্র প্রদর্শন করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়। এর মাধ্যমে ভুক্তভোগীদের আইনি জটিলতায় ফেলে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

এ ঘটনায় বাংলা নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি সংযুক্ত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে সেকেন্ড অফিসার (অপারেশন) ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বিষয়টি সরেজমিন তদন্ত করেন। তদন্তকালে ডকুমেন্ট যাচাই, বালাম বহি পর্যালোচনা ও তল্লাশিতে দেখা যায়—“মওদুদ” নামটি থাকলেও উপস্থাপিত মামলার কাগজপত্র ও ওয়ারেন্ট সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতির মাধ্যমে তৈরি।

পুলিশ সূত্রে জানানো হয়, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তদন্তে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত সকল সদস্যকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply