লাকসামে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ বাসা থেকে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষক শরিফুল ইসলাম লাকসাম উপজেলার আল আমিন ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিক্ষক শরিফুল ইসলাম ব্যাচেলর ছিলেন এবং একাই বাসায় বসবাস করতেন। গত দুইদিন ধরে তিনি স্কুলে যাচ্ছিলেন না এবং মোবাইল ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এতে সহকর্মী ও স্থানীয়দের সন্দেহ হয়।

পরবর্তীতে এলাকাবাসী ও ভবনের কেয়ারটেকার তার বাসায় গিয়ে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। বিষয়টি তারা স্কুল কর্তৃপক্ষ ও লাকসাম থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে শিক্ষক শরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়।

পুলিশ জানায়, মরদেহটি ফুলে ওঠায় ধারণা করা হচ্ছে তিনি প্রায় দুইদিন আগে মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে এসে আহাজারিতে ভেঙে পড়েন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply