অবরোধ নিয়ে র‌্যাবের কড়া বার্তা

বাংলা নিউজ ডেস্কঃ দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের তিন শতাধিক টহল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন খন্দকার আল মঈন।
সোমবার (৩০ অক্টোবর) এক ভিডিওবার্তায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘আপনারা জানেন, বিভিন্ন রাজনৈতিক দল আগামীকাল (মঙ্গলবার) থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখতে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‌্যাব ফোর্সেস সার্বিকভাবে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের তিন শতাধিক টহল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। পাশাপাশি আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। কেউ যদি কোনো ধরনের নাশকতা বা সহিংসতার পরিকল্পনা করে তাকে সাথে সাথে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
খন্দকার আল মঈন বলেন, ‘যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব ফোর্সের স্পেশাল টিম ও স্ট্রাইকিং রিজার্ভ প্রস্তুত রাখা হয়েছে। এভাবে যেকোনো সহিংসতা ও নাশকতা রোধে র‌্যাব ফোর্সেস সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবে।’
তিনি বলেন, ‘আপনারা ইতোমধ্যে দেখেছেন, সাম্প্রতিক সময়ে দুষ্কৃতকারীরা, সন্ত্রাসীরা নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে। যারা এই ধরনের কাজ করেছে সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব।’
সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, ‘সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ঘিরে আমরা সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বৃদ্ধি করেছি। বিভিন্ন সময়ে আমরা দেখেছি সাইবার ওয়ার্ল্ডে অনেকেই বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিচ্ছে। ভয়ভীতি দেখাতে বিভিন্ন ভিডিও এডিট করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তারা বিভিন্ন ভিডিও তৈরি করে শেয়ার করছে। এই স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব।’

Leave a Reply