

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটরিয়াম হল রুমে লাকসাম উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সম্মানী প্রদান চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
প্রধান বক্তা ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি লাকসাম মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা
মোঃ আবুল কালাম সাহেব। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি মহাসচিব
জনাব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব মোঃ আবদুর রহিম, এবং লাকসাম উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার জাহান দোলন,
ও লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব মজির আহম্মেদ, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম, লাকসাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশোরফ হোসেন মুশু সহ লাকসাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রিয় শিক্ষক বৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ মিয়া।
প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম সাহেব তার বক্তব্যে বলেন বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে শিক্ষকদেরকে উপযুক্ত সম্মান দেয়া হবে। বিভিন্ন দাবী দাওয়া নিয়ে শিক্ষকরা মাঠে নামতে হবে না। শিক্ষক হচ্ছে সমাজের সর্বচ্চ সম্মানিত ব্যাক্তি কারণ তিনি মানুষ গড়ার কারিগর। শিক্ষক জাতির মেরুদন্ড । তাদেরকে সুযোগ সুবিধা না দিলে, দেশের অগ্রগতি উন্নয়ন সর্বপরি শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। শিক্ষকের পেটে ভাত না দিয়ে শিক্ষিত জাতি আশা করা যায় না।
প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, শিক্ষকদের যত দাবী দাওয়া সামাজিক মর্যাদা, বেতন কাঠামো সবকিছু বিএনপির আমলে হয়েছে। আশা করি আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের বাকী দাবী দাওয়া গুলো পূরন করা হবে।
পরে সকল শিক্ষকদের মাঝে অবসরকালীন চেক তুলে দেন। এবং শিক্ষকদের জন্য জননেতা আবুল কালাম সাহেব পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করা হয় শিক্ষকদের জন্য। দুপুরে জুমার নামাজের পরে শিক্ষকদের সঙ্গে একসাথে বসে খাবার খান আমন্ত্রিত অতিথিবৃন্দ পরে সকল শিক্ষকদের সাথে কুশল বিনিময় করে অনুষ্ঠান সমাপ্তি করেন।