রাজধানীতে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, শর্টগানে আহত পুলিশ

রাজধানীর শাহজাহানপুরে দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মেহেদী হাসান (২৪)। তিনি পিওএম পূর্ব বিভাগে কর্মরত।

রোববার দুপুরে শাহজাহানপুরের শাপলা মসজিদের পাশে গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেদী হাসানের বাম পায়ে শটগানের গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকর্মী মো. সজিব হোসেন জানান, দক্ষিণ সিটি করপোরেশনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ উচ্ছেদ অভিযানে যায়। সেখানে স্থানীয়রা ঘিরে ফেলে তাদের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেটে ও শটগানের গুলি ছোড়া হয়। এ সময় মেহেদী হাসান আহত হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মেহেদী হাসান জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply