দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও লাকসাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আফরাতুল করিম রিমু’র বাবা মারা গেছেন।

লাকসাম(কুমিল্লা) প্রতিনিধিঃ

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও লাকসাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আফরাতুল করিম রিমু’র বাবা কিছুক্ষণ পূর্বে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমের ইন্তেকালে লাকসাম প্রেস ক্লাবসহ সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সজ্জন, ধর্মপ্রাণ ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীরভাবে শোকাহত।

লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন—আমিন।

Leave a Reply