
তৌহিদ খন্দকার তপু।। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় কুমিল্লা জাতীয় নাগরিক পার্টির মহানগর, জেলা ও উপজেলার সকল সদস্যদের উপস্থিতিতে বিজয় মিছিলের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে কুমিল্লা নগরীতে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
আসন্ন সংসদীয় নির্বাচনে কুমিল্লা- ৬ সংসদীয় আসন থেকে এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়া নাভিদ নওরোজ শাহ এই মিছিলে নেতৃত্ব দেন।
এ সময় এনসিপি জেলার যুগ্ম সমন্বয়কারি সাকিব হোসাইন, কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী রাশেদ, ফারহা এমদাদ ইম্পা, এনসিপি নেত্রী অনন্যাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
