

মওদুদ আব্দুল্লাহ বার্তা সম্পাদকঃ
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীরের দক্ষিণ-পূর্ব পাশে ফুলের বাগান ধ্বংস ও জনগণের চলাচলের রাস্তা সংকীর্ণ করে নতুন সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কুমিল্লা মহানগরীর সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রধান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের মাধ্যমে প্রেরন করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী ও পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি ও নাগরিক সুবিধার দিক থেকে সবসময় এগিয়ে রয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পাশে কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের উদ্যোগে সরকারি রাস্তার পাশে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ফুলের বাগান স্থাপন করা হয়েছিল, যা দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করে আসছে।
কিন্তু সম্প্রতি কারাগার কর্তৃপক্ষ দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গায় পুরাতন সীমানা প্রাচীর ভেঙে নতুন সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে ফুলের বাগান নষ্ট হয় এবং প্রধান সড়কের প্রশস্ততা কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে করে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল ব্যাহত হবে এবং শহরের নান্দনিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও জনস্বার্থ বিরোধী এই নির্মাণ কাজ অব্যাহত থাকলে কুমিল্লাবাসী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। তাই অবিলম্বে নতুন সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রেখে পূর্বের ন্যায় ফুলের বাগান পুনঃস্থাপনের দাবি জানান তারা।
স্মারকলিপিতে কুমিল্লা মহানগরীর শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে বিষয়টিতে জরুরি হস্তক্ষেপতা ও যথাযথ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এ স্মারকলিপিতে কুমিল্লা মহানগরীর সচেতন জনগণের পক্ষে স্বাক্ষর করেন মাসুমুল বারী কাউছার।
