কুমিল্লায় দৈনিক বাংলা নিউজ সম্পাদক ও প্রকাশক, মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল রহস্যময় ছিনতাই।

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা শহরে দৈনিক বাংলা নিউজ সম্পাদক ও প্রকাশক, মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র এর রহস্যময়ী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীরা মোবাইল থেকে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন—এ মর্মে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহর পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লা রানীর দিঘির পাড় এলাকা থেকে তাকে অনুসরণ করে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। পরে কুমিল্লা ফৌজদারি আদালত সংলগ্ন এলাকায় পৌঁছালে, তিনি রিকশায় থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে তার মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষ বর্ণনায় জানা যায়, ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেলে মোট চারজন ছিল। সামনের মোটরসাইকেলে থাকা দুইজনের মাথায় হেলমেট ছিল। পেছনের মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে একজন মধ্য বয়সী, লম্বা চুলবিশিষ্ট, কালো জ্যাকেট পরিহিত ব্যক্তি রিকশার একেবারে পাশে এসে টান দিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগীর মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস ও ব্যক্তিগত ছবি সংরক্ষিত ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ (অভিযোগ নাম্বার -১১৯৬,তারিখ- ২৭.০১.২০২৬ ইং) দায়ের করেছেন। অভিযোগে মোবাইল উদ্ধারের পাশাপাশি জড়িত অপরাধী চক্রকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল (ওসি) জানান,
“নগরীতে সম্প্রতি এই ধরনের সংঘবদ্ধ চক্র চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত। আমরা সাংবাদিক মওদুদ আব্দুল্লাহর অভিযোগ গ্রহণ করেছি। মোবাইল উদ্ধার ও অজ্ঞাতনামা অপরাধী চক্রকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ঘটনাটি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

Leave a Reply