

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কাগৈয়া গ্রামের বাসিন্দা মোঃ রুবেল হোসেন দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ব্যয়বহুল চিকিৎসার কারণে তার পরিবার আজ চরম আর্থিক সংকটে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, রুবেল হোসেনকে বাঁচাতে তার পরিবার বসতভিটা ছাড়া সব জমিজমা বিক্রি করে দিয়েছে। এরপরও নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রুবেল হোসেনের পিতা হারুনুর রশিদ স্ট্রোকজনিত রোগে আক্রান্ত এবং নিজেও চিকিৎসাধীন। ফলে পরিবারের আয়-উপার্জনের কোনো স্থায়ী উৎস নেই।
রুবেল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম এবং তিনটি স্কুলপড়ুয়া সন্তান নিয়ে তার পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তার একমাত্র ছেলে মাইনুল ইসলাম চতুর্থ শ্রেণীতে, বড় মেয়ে সুমাইয়া ষষ্ঠ শ্রেণীতে এবং ছোট মেয়ে রাহিয়া তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত। চিকিৎসা ব্যয়ের চাপে শিশুদের পড়ালেখাও হুমকির মুখে পড়েছে।
রুবেল হোসেন চার বোন ও দুই ভাইয়ের মধ্যে একজন। পরিবারটির দাবি, সব ধরনের ব্যক্তিগত সামর্থ্য শেষ হয়ে যাওয়ায় এখন সমাজের মানবিক মানুষ, দেশবাসী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতাই তার বাঁচার একমাত্র ভরসা।
এমতাবস্থায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুবেল হোসেনের চিকিৎসা সহায়তার জন্য তার পরিবার দেশবাসী ও বিত্তবান ব্যক্তিদের নিকট মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
মানবিক সহায়তা পাঠাতে ইচ্ছুকরা রুবেল হোসেনের ব্যক্তিগত বিকাশ নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন।
বিকাশ নম্বর: ০১৮৩৫-১৫৪৪২৪ (রুবেল)
সামান্য সহায়তাই পারে একটি জীবন বাঁচাতে—এমন প্রত্যাশায় মানবিক মানুষের সহানুভূতির অপেক্ষায় রয়েছে অসহায় পরিবারটি।
