
লাকসাম উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা সম্প্রতি বদলি হয়েছেন।
প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবে তাকে লাকসাম থানা থেকে অন্যত্র পদায়ন করা হয়। তার বদলির আদেশ পাওয়ার পর থানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে বিষয়টি আলোচনা সৃষ্টি করেছে।
ওসি নাজনিন সুলতানা লাকসামে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নারী-শিশু নির্যাতনবিরোধী কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন বলে স্থানীয় সূত্র জানায়। তার মানবিক আচরণ ও দায়িত্বশীল কর্মশৈলীর কারণে তিনি থানার কর্মকর্তা ও সাধারণ মানুষের মাঝে আলাদা পরিচিতি অর্জন করেছিলেন।
বদলি উপলক্ষে থানার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার কর্মজীবনের সাফল্য কামনা করেন। নাজনিন সুলতানা বলেন,
“দায়িত্ব সবসময়ই বদলাতে পারে—এটাই প্রশাসনের নিয়ম। লাকসামের মানুষের সহযোগিতা আমাকে কাজ করতে সাহায্য করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
এদিকে নতুন ওসির দায়িত্ব গ্রহণের পর লাকসাম থানা আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে

