শাপলা প্রতীক পেয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় কুমিল্লা জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল

তৌহিদ খন্দকার তপু।।       জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় কুমিল্লা জাতীয় নাগরিক পার্টির মহানগর, জেলা ও উপজেলার সকল সদস্যদের উপস্থিতিতে বিজয় মিছিলের আয়োজন করা হয়।

বুধবার বিকেলে কুমিল্লা নগরীতে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

আসন্ন সংসদীয় নির্বাচনে কুমিল্লা- ৬ সংসদীয় আসন থেকে এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়া নাভিদ নওরোজ শাহ এই মিছিলে নেতৃত্ব দেন।

এ সময় এনসিপি জেলার যুগ্ম সমন্বয়কারি সাকিব হোসাইন, কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী রাশেদ, ফারহা এমদাদ ইম্পা, এনসিপি নেত্রী অনন্যাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply