
ক্রাইম রিপোর্টঃ ডাকাতির প্রস্তুতিকালে দাউদকান্দি মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে টোলপ্লাজার পুরাতন বেবিট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ এই ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এসময় ডাকাতদল থেকে একটি ছুরি, একটি স্যুইচ গিয়ার এবং দুটি এসএস পাইপ জব্দ করে পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ডাকাতরা হলো, দাউদকান্দি পৌর সদর তুজারভাঙ্গা গ্রামের মনির হোসেনের ছেলে ফয়জুল হোসেন (২০), সবজিকান্দি গ্রামের আশিকুর রহমান বাবুলের ছেলে জেমি রহমান (১৯), দাউদকান্দি উত্তর ইউনিয়নের হাসনাবাদ দক্ষিণ পাড়া গ্রামের এলাহী মিয়ার ছেলে মোঃ ইমন (২০) এবং ভিটিকান্দি হাসনাবাদ গ্রামের মৃত জামান মিয়ার ছেলে সাহেদ মিয়া (২১)।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ অন্যান্য মামলা রয়েছে বলে জানান পুলিশ। শনিবার তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।