

লাকসাম উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের হাত পাখা মার্কার প্রার্থী জনাব সেলিম মাহমুদ আজ মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকালে লাকসাম স্টেডিয়াম মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দীর্ঘ এই শোভাযাত্রা প্রথমে লাকসাম স্টেডিয়াম মাঠ থেকে বের হয়ে খিলা বাজারের দিকে অগ্রসর হয়। এরপর নাথেরপেটুয়া বাজার, বিপুলাশহর বাজারসহ আশপাশের বিভিন্ন জনবহুল এলাকায় গণসংযোগ করেন প্রার্থী ও তার কর্মী–সমর্থকরা। পুরো রুট জুড়ে মোটরসাইকেলে তরুণ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তোলে।
পরে শোভাযাত্রা মনোহরগঞ্জ বাজারের রাস্তা ঘুরে পুনরায় লাকসাম শহরে এসে শেষ হয়। এ সময় সেলিম মাহমুদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির বিষয়ে তার অঙ্গীকার তুলে ধরেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া স্থানীয় ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন ও সেবামুখী কাজের ভিত্তিতে প্রার্থী মূল্যায়নের কথা জানান।
