কুমিল্লা জেলায় গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে ১০১ পিস মোবাইল সহ আটক ১

বাংলা নিউজ ডেস্কঃ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন এক বিশেষ অভিযানে ১০১ (একশত এক) পিস মোবাইল ফোন উদ্ধরসহ একজন আসামী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (০৪ এপ্রিল)  ২০.৫৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০২নং উত্তর দূর্গাপুর ইউপির শংকরপুর সাকিনস্থ আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর পৌছাঁলে ডিবি পুলিশ চিনতে পেরে আসামী একটি প্লাষ্টিকের বস্তাসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বস্তাসহ আটক করা হয়। পরবর্তীতে উক্ত বস্তুা তল্লাশি করে ১০১ (একশত এক) পিস নতুন-পুরাতন মোবাইল ফোনসহ আসামী মোঃ পারভেজ মিয়া (৩০), পিতা-মোঃ রুবেল মিয়া, মাতা-হেনা আক্তার, গ্রাম-রানীগাছ, পোঃ মাধবপুর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

 

উদ্ধারকৃত মালামালের বিবরণ:-

১. ৩৪(চৌত্রিশ) পিস বক্সসহ নতুন ভারতীয় reamle c55 মোবাইল ফোন,

২. ০২(দুই) পিস বক্সসহ নতুন ভারতীয় redmi note মোবাইল ফোন,

৩. ১৫(পনের) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত vivo বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,

৪. ০৫(পাঁচ) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত samsung বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,

৫. ০৬(ছয়) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত REALME বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,

৬. ১৭(সতের) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত OPPO বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,

৭. ০৬(ছয়) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত POCO বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,

৮. বক্সবিহীন পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ০১(এক) পিস,

৯. ০২(দুই) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত TECNO বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,

১০. ০৭(সাত) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত REDMI বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,

১১. ০১(এক) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত XIAOMI মোবাইল ফোন ,

১২. ০১(এক) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত IQOO মোবাইল ফোন,

১৩. ০২(দুই) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত ITEL বিভিন্ন মডেলের মোবাইল ফোন,

১৪. ০২(দুই) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত MI মোবাইল ফোন,

সর্বমোট (৩৪+২+১৫+৫+৬+১৬+৬+১+২+৭+১+১+২+২)=১০১ (একশত এক) পিস মোবাইল ফোন।

উক্ত ঘটনায় কুমিল্লা এর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply