কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

বাংলা নিউজ ডেস্কঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘মেসার্স আজিজ ব্রিকস’ নামক ইটভাটাকে বিভিন্ন অভিযোগে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

সোমবার (৮ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন ও কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস।
কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস বলেন, নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় মেসার্স আজিজ ব্রিকসকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশের সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

Leave a Reply