

তৌহিদ খন্দকার তপু।। আজ বিকাল ০৫ ঘটিকায় কুমিল্লা টাউন হল থেকে শুরু করে পূবালী চওর সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদ্যস সচিব আক্তার হোসাইন, যুগ্ম সদ্যস সচিব তাসনিম জারা উপর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেলে এয়ারপোর্টে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলার শিকার হাওয়ায় জাতীয় নাগরিক পার্টি মহানগর কুমিললা জেলা এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুমিল্লা জেলা যুগ্ম সমন্বয়কারী সদস্য সৈয়দ আহসান টিটু,কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাওসার,ফারহা ইমপা, ইফতেখার, নাছির উদ্দীন,জাফরিন হক অন্যনা,জেলা সদ্যস রাসেল ভূইয়া,ইমরাত জাহান এনি, আব্দুস ছামাদ, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, নাইম আলম,শ্রমিক উইং প্রধান সমন্বয়কারী ফজলে এলাহী রুবেল, যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন, আদর্শ সদর উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক কামরুজ্জামান, যুগ্ম সমন্বয়ক মাহী চৌধুরী, জামাল,হোসেন, গণতান্ত্রিক ছাএ সংসদ কেন্দ্রীয় কমিটি সদ্যস জিয়া উদ্দীন রুবেল, এবি পার্টি কুমিল্লা জেলা আহবায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদ্যস বৃন্দ, এবং প্রোগ্রাম সংচলনা করেন জেলা কমিটির অন্যতম সদ্যস মুজাহিদুল ইসলাম। বিভিন্ন উপজেলার ছাএ জনতা বৃন্দগন।