
বাংলা নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের রেসিপির প্রশংসা করে টুইট করেছেন প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং সিএনএনের ইন্টারন্যাশনাল বিজনেস করেসপন্ডেন্ট রিচার্ড কোয়েস্ট।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি টুইট করেন তিনি।
এতে তিনি লিখেছেন— তার (প্রধানমন্ত্রী) নিজস্ব রেসিপি দিয়ে বানানো চা উপভোগ করছি: আদা, এলাচ, মধু এবং মসলার মিশেলে বানানো।
আরেকটি টুইটে ‘কোয়েস্ট মিন্স বিজনেস’-এর উপস্থাপক লিখেছেন—উষ্ণতা ও আতিথেয়তার জন্য তোমাকে ধন্যবাদ #বাংলাদেশ। এটা আমার প্রথম সফর ছিল; কিন্তু এটা শেষ সফর না।
আগামী সপ্তাহে সিএনএনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎকার দেখা যাবে বলে জানান রিচার্ড কোয়েস্ট।