জাপানের প্রধানমন্ত্রী অভিনন্দন জানালো শেখ হাসিনাকে

বাংলা নিউজ ডেস্কঃ পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, মঙ্গলবার এক বার্তায় তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে শেখ হাসিনার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে জাপানের।
সাত জানুয়ারির নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে পঞ্চমবার ও টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব পান।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে, বিশেষতঃ দ্বিপাক্ষিক আর্থিক সাহায্যের ক্ষেত্রে জাপান বরাবরই সবচেয়ে বড় সহযোগী। বাংলাদেশে এ মুহূর্তে তিনশ’র বেশি জাপানি কোম্পানি কাজ করছে।

Leave a Reply