নিরাপত্তা জোরদারে র‌্যাব

বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর নিরাপত্তা জোরদারে বিশেষ রোবাস্ট প্যাট্রলের মাধ্যমে পিকআপ ও মোটরসাইকেল টহল ডিউটি ও চেকপোস্ট মোতায়েন করেছে র‌্যাব।

বুধবার (২৭ সেপ্টেম্বর) র‌্যাব-১-এর আওতাধীন রাজধানীর ৩০০ ফিট রাস্তা সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার সামনের রাস্তায় এই রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট বসানো হয়।

এ সময় র‌্যাব-১-এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারকরণে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. মোশতাক আহমেদ গণমাধ্যমকে বলেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য র‌্যাব সদা তৎপর। তাই দিন-রাত ২৪ ঘণ্টা বিভিন্ন আভিযানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

র‌্যাব-১ সহ দেশের সব ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রল ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে।

Leave a Reply