বাবা- ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো এসআই ক্লোজড

বাংলা নিউজ ডেস্কঃ বরিশাল নগরীর লঞ্চঘাট থেকে বাবা-ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো ও টাকা দাবির ঘটনায় উপপরিদর্শক (এসআই) রেদোয়ান হোসেন রিয়াদকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম। অভিযুক্ত এসআই রেদোয়ান হোসেন রিয়াদ নগরীর কাউনিয়া থানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, বরিশাল সরকারি আলেকান্দা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বিন লাদেন ও তার বাবা মোসলেম জমাদ্দার গত মঙ্গলবার জমি নিয়ে মামলায় আদালতে হাজিরা দিতে লঞ্চে বরিশাল আসে। নৌবন্দর থেকে বের হওয়ার পর দুজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং তল্লাশি করে। এরপর ভয় দেখিয়ে তাদের কাছে ১ লাখ টাকা দাবি করে এসআই রেদওয়ান হোসেন রিয়াদ। কিন্তু টাকা দিতে না পারায় ইয়াবা ধরিয়ে দিয়ে লাদেনকে মিথ্যে মামলায় ফাঁসায় তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‌‘আমরা তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। সেই অনুযায়ী এসআই রিয়াদকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

Leave a Reply