নৌকার মনোনয়ন বানিজ্যে মা-মেয়ে গ্রেফতার

বাংলা নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করার কথা বলে টাকা দাবি করার প্রতারক চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এই দুজন হলেন- মো. ইয়াসিন (৪৬) ও তার মেয়ে সুরাইয়া ইয়াসমিন (২২)। নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, ইয়াসিন ও তার মেয়ে সুমাইয়া সংসদ নির্বাচনে এক ব্যবসায়ীকে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হয়েছে জানিয়ে তার কাছে ২০ কোটি টাকা দাবি করেন।

পরে ওই ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় তিনি দলের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে আলাপ করে পুলিশকে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে নোয়াখালী থেকে এই দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি প্রধান জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করতো তারা।

Leave a Reply