কুমিল্লার নতুন ভোটাররা উন্নয় মূলক কাজ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি চান

বাংলা নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে নতুন ভোটাররা কুমিল্লা নগরের সব ধরনের উন্নয়ন মূলক কাজ টেকসই করার দাবি জানান। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ চান ভোটাররা। নারীদের জন্য কর্মমুখী প্রকল্প চান। এবার নতুন ভোটার হয়েছেন, এ রকম কয়েকজন ভোটারের সঙ্গে গতকাল সোমবার কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
তাঁরা এবারই প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে ভোট দেবেন। আগামী ৯ মার্চ মেয়র পদে এ উপনির্বাচন হবে।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, এবার ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ২০২২ সালে ভোটার ছিলেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। প্রায় ২১ মাসের ব্যবধানে ২৭টি ওয়ার্ডে নতুন ভোটার হয়েছেন ১২ হাজার ৫৩৮ জন।
নতুন ভোটারসহ সব ভোটারই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দেবেন। গত তিনটি নির্বাচনের মধ্যে দুটি নির্বাচন ইভিএমে হয়েছে। এবারও ইভিএমে ভোট হবে।

Leave a Reply