নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা নিউজ ডেস্কঃ ২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ রোববার সকালে তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বহুমুখী শিক্ষা দিয়ে একটি আধুনিক স্মার্ট জাতি ও দেশ গড়তে কাজ চালানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার জন্য যত বিনিয়োগ দরকার, তার সবটুকু দেওয়া হবে।
এ সময় শিশুদের বই পড়ার অভ্যাস গঠনে নজর দিতে ও যত্নশীল হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতি বছর ১ জানুয়ারি বই উৎসব উদযাপনের মাধ্যমে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রত্যকে শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এবার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পৌঁছে দেয়া হবে তিন কোটি ২৮ লাখ নতুন বই। বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম ২০১০ সাল থেকে শুরু হয় ।

Leave a Reply